×

জাতীয়

প‌্যান্টের পকেটে ৭৫ লাখ টাকার সোনা!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০৭:৩৯ পিএম

   

দুবাই থেকে আসা এক যাত্রীর প‌্যান্টের পকেট থেকে দেড় কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। জব্দকৃত সোনার বর্তমান মূল্য ৭৪ লাখ ২৫ হাজার টাকা।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব সোনা জব্দ করা হয়।

সোমবার ঢাকা কাস্টম হাউস সূত্রে এ তথ‌্য জানা গেছে।

ঢাকা কাস্টম হাউস জানায়, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে করে রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় আসেন মোজাফ্ফর হোসেন। গোপন সংবাদ পেয়ে আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন শুল্ক কর্মকর্তারা। রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকা পার হওয়ার সময় মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি করে ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে জব্দ করা প্যাকেটে ১১৬ গ্রাম ওজনের ১২টি বার ও ১০৫ গ্রাম ওজনের সোনার গয়না পাওয়া যায়।

মোজাফ্ফরের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। জিজ্ঞাসাবাদে মোজাফ্ফর নিজেকে ঠিকাদার দাবি করেন। তিনি গত ১০ মাসে ১৫ বার বিদেশে গেছেন।

মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App