‘আলোর সন্ধানে’র রক্তদান কর্মসূচি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:৩৮ পিএম

আলোর সন্ধানের রক্তদান কর্মসূচি। ছবি: ভোরের কাগজ
বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে সোমবার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘আলোর সন্ধান’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি আয়োজন করে।
সোমবার (১৪ জুন) বিকেল তিনটা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বায়েজিদুর রহমানের কার্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় রক্ত দান করেন আলোর সন্ধানের প্রধান উপদেষ্টা ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এস এম শামীমসহ আরো অনেকে।
আলোর সন্ধানের কোষাধ্যক্ষ কাজী জাহিদুল হাসান রাজন জানান, রক্তদান কর্মসূচির মাধ্যমে সংগৃহিত রক্ত রাজারবাগ পুলিশ হাসপাতালের ব্লাড ব্যাংকে দেওয়া হবে। এ কর্মসূচির সার্বিক সহায়তায় রয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পুলিশের রমনা জোন।