রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মানশ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:০০ এএম

প্রতীকী ছবি
রাজধানীর গুলশানে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিন (৩৮) নামে এক নির্মানশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের সহকর্মী মো. কামাল হোসেন জানান, গুলশান-১ মহাখালি রোডের ১৩ নম্বরে র্যাঙ্ক প্রপার্টির নির্মানাধীন একটি ভবনে রড মিস্ত্রীর কাজ করতো শাহিন। থাকতো ওই ভবনেই। সকালে ভবনটির নিচ তলায় (গ্রাউন্ড ফ্লোর) খাবার খেয়ে কাজ শুরু করার আগ মুহূর্তে লোহার দরজা থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যায় সে। পরে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শাহিনের বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। তার বাড়ি বরিশাল। ঈদের পরই সে ওই ভবনে কাজে আসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।