
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০১:৩১ পিএম
আরো পড়ুন
৪৩তম বিসিএস প্রিলিমিনারি এক সপ্তাহ পেছাতে পারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২১, ০৯:২০ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা-ভাবনা করছে । মূলত, সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর কারণে এমন চিন্তা-ভাবনা। পরীক্ষাটি এক সপ্তাহ পেছানো হতে পারে।
বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী হতে পারে। যদি তা ঠিক থাকে, তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। কারণ হিসেবে জানান, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।
অন্যদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা-ভাবনা করছে । মূলত, সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর কারণে এমন চিন্তা-ভাবনা। পরীক্ষাটি এক সপ্তাহ পেছানো হতে পারে।
বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী হতে পারে। যদি তা ঠিক থাকে, তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। কারণ হিসেবে জানান, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।
অন্যদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।