
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৫০ পিএম
আরো পড়ুন
আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৭ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট থেকে বকশিবাজারের আদালতের দিকে যেতে চাইলে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে আইনজীবীরা যেতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আইনজীবীদের সুপ্রিম কোর্টের গেটের মধ্যে ঢোকায়। এরপর গেটে তালা লাগিয়ে দেয়। ভেতরে থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আর গেটের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট থেকে বকশিবাজারের আদালতের দিকে যেতে চাইলে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে আইনজীবীরা যেতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আইনজীবীদের সুপ্রিম কোর্টের গেটের মধ্যে ঢোকায়। এরপর গেটে তালা লাগিয়ে দেয়। ভেতরে থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আর গেটের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।