
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১০:৫৪ পিএম
আরো পড়ুন
দ্বৈত ভোটারের শুনানি মাঠ পর্যায়ে: ইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৭:৩৭ পিএম
দ্বৈত ভোটারের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিকল্পভাবে নিষ্পত্তির বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ জানান, মাঠ পর্যায়ে কমিটি করে এ বিষয়ে শুনানির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) এক আলোচনা বৈঠকে এসব জানান তিনি।
অশোক দেবনাথ বলেন, অনেকে না বুঝে সরল বিশ্বাসে দ্বৈত ভোটার হয়েছে। আবার অনেকে অসৎ উদ্দেশ্যে নিয়ে দ্বৈত ভোটার হয়েছে। এজন্য মাঠ প্রশাসন থেকে কমিশন বিষয়টি যাচাই বাছাই করবে। এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি দ্বৈত ভোটারের বিষয়টি যাচাই বাছাই করবে। সরল বিশ্বাসে কেউ দ্বৈত ভোটার হলে বিষয়টি নিষ্পত্তি করা হবে। আর অসৎ উদ্দেশ্যে কেউ ভোটার হলে ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
দ্বৈত ভোটারের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিকল্পভাবে নিষ্পত্তির বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ জানান, মাঠ পর্যায়ে কমিটি করে এ বিষয়ে শুনানির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) এক আলোচনা বৈঠকে এসব জানান তিনি।
অশোক দেবনাথ বলেন, অনেকে না বুঝে সরল বিশ্বাসে দ্বৈত ভোটার হয়েছে। আবার অনেকে অসৎ উদ্দেশ্যে নিয়ে দ্বৈত ভোটার হয়েছে। এজন্য মাঠ প্রশাসন থেকে কমিশন বিষয়টি যাচাই বাছাই করবে। এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি দ্বৈত ভোটারের বিষয়টি যাচাই বাছাই করবে। সরল বিশ্বাসে কেউ দ্বৈত ভোটার হলে বিষয়টি নিষ্পত্তি করা হবে। আর অসৎ উদ্দেশ্যে কেউ ভোটার হলে ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হবে।