হরতালে সহিংসতার উস্কানি : নিপুণ রায় ৩ দিনের রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৫:৪৬ পিএম
হেফাজতের ডাকা হরতালে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ নির্দেশ দেন।
এর আগে নিপুন ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র্যাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।