শবে বরাত কবে জানা যাবে রোববার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০১:৩২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি
জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারমের সভাকক্ষে সভা করবেন আগামীকাল রোববার (১৪ মার্চ)। সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।
এ সভার আয়োজন করা হবে ১৪৪২ হিজরি সালের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানান।
পবিত্র শাবান মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা গেলে তা, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছেন।