×

জাতীয়

জাতীয় জরুরি সেবায় যোগ হচ্ছে ৪০০ নম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৪:৪৬ পিএম

জাতীয় জরুরি সেবায় যোগ হচ্ছে ৪০০ নম্বর

ফাইলছবি

জাতীয় জরুরি সেবায় যোগ হচ্ছে ৪০০ নম্বর

ফাইল ছবি

   

জাতীয় জরুরি সেবা সদর দপ্তর সচিবালয়ের অদূরে আব্দুল গনি রোড থেকে সরে নিজস্ব ভবন ডেমরায় যাচ্ছে। এজন্য ডেমরা কায়েতপাড়ায় দুই একরের অধিক জমি কেনা হয়েছে। সেখানে দাপ্তারিক অফিস ছাড়াও থাকবে কল সেন্টার ও আবাসিক ভবন। এতে ১০০ টেলিফোনের সঙ্গে যোগ হবে আরো ৪০০ ফোন। তখন একঙ্গে ৫’শ লোক বসে ৫’শ কল রিসিভ করবে। গ্লোবাল ইনফরমেশন সিষ্টেম (জিআইএস) প্রযুক্তি সংযোজন হওয়ায় সেবার মান আরো বাড়বে। কল পাওয়ার সঙ্গে সঙ্গে আরো দ্রুত সাড়া দিবে পুলিশ। প্রয়োজনে দ্রুত ছুটে যাবে ফায়ার সার্ভিস ও এর অন্তর্ভুক্ত অ্যাম্বুলেন্স।

এ প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (উন্নয়ন) গাজী মো. মোজাম্মেল হক বলেছেন, জাতীয় জরুরি সেবা প্রকল্পের নিজস্ব ভবন ও সার্বিক ব্যবস্থাপনার জন্য ডেভলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) তৈরি করে জমা দেওয়া হয়েছে। একনেকে পাস হলে কাজ শুরু হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে পুলিশসহ সেবা সংস্থাগুলোর কাজের গতি অনেক বেড়ে যাবে।

জানা গেছে, এক হাজার ৮৩ কোটি টাকার এই প্রকল্প এখন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে ফাইল। একনেকে অনুমোদনের পর শুরু হবে কাজ। ভবন, যন্ত্রপাতি ও সফটওয়্যারে আধুনিকায়নের মধ্য দিয়ে সেবা প্রার্থীরা টোল ফ্রি এই কলসেন্টার থেকে আরো বেশি সাড়া পাবে।

২০১৭ সালের ১২ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ উদ্বোধন করেন। ওইদিন রাজধানীর আবদুল গনি রোডে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে পরিচিত পুলিশের কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তৎকালীন সচিব মোস্তাফা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে আইসিটি বিভাগ কালিয়াকৈর হাইটেক পার্কে পরীক্ষামূলকভাবে জাতীয় জরুরি সেবা চালু করে। সেখানে ২০১৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পরীক্ষামূলক সেবা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App