×

জাতীয়

রাজধানীতে প্রায় সোয়া কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৮ পিএম

রাজধানীতে প্রায় সোয়া কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধার
রাজধানীতে প্রায় সোয়া কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধার
রাজধানীতে প্রায় সোয়া কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধার
   

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর থানা এলাকায় ৩ টি প্রসাধনী তৈরির কারখানা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছে র‍্যাব। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কারাদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি অতি মুনাফার লােভে তাদের প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমােদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও অননুমােদিত রং ব্যবহার করে বিভিন্ন ভেজাল প্রসাধনী তৈরি এবং অস্বাস্থ্যকর নােংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী, বিক্রয় ও সংরক্ষন করছে। এমতাবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত র‍্যাব-২ ও বিএসটিআই এর সহায়তায় রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর থানা এলাকায় ৩টি প্রসাধনী তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কামরাঙ্গীরচর থানাধীন ইসলামনগর ও খােলামােড়া এলাকায় অপাে প্রসাধনী ও সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানাতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরী ও মেয়াদোর্ভীর্ণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধে অপাে প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনকে ৪ লাখ টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

তিনি আরো বলেন, এসময় চকবাজার থানাধীন চকমার্কেট ৬ষ্ঠ তলার একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্যের সংরক্ষণ করে বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করাসহ তিন প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১ কোটি ২০ লাক টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App