তিস্তা অভিমুখে বিএনপির দু’দিনের কর্মসূচি শুরু আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম
-67b29da7c5093.jpg)
ছবি: সংগৃহীত
‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের বিএনপির দুইদিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে সোমবার (১৭ ফেব্রুয়ারি)। এই কর্মসূচিতে বিএনপিসহ এর মিত্ররা অংশ নেবে।
তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে।
লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী দিনে বক্তব্য দেবেন।
এ ছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা– লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন।