×

জাতীয়

১৫ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ এএম

১৫ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও আওয়ামী লীগ ব্যর্থ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালেও আন্তর্জাতিক সমর্থনের কারণে তারা ব্যর্থ হচ্ছে। বিশ্বজুড়ে আমাদের প্রতি শক্তিশালী সমর্থন গড়ে উঠেছে। যে কারণে অপপ্রচারকারীরা সুবিধা করতে পারছে না। তারা বহু গল্প বানালেও তা টিকছে না। এমনকি ট্রাম্পকে নিয়েও যে গল্প করল, তাও ব্যর্থ হলো।

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির বৈঠক: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, শিগগিরই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করা হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‘চলতি মাসেই আসছে ছাত্রদের নতুন বড় দল’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসেই ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। 

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উঠেছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেইসঙ্গে জুলাই মাসের হত্যাকাণ্ডের ঘটনায় দলটির নেতাদের বিচারের বিষয়েও আলোচনা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। 

ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে : জাতিসংঘ

জাতিসংঘের সত্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টের গণবিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে কোনো উদ্যোগই নেয়নি, বরং ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেছে।

পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না: মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজাকার-রাজাকার গালি দেয়ার দিন শেষ। আল্লাহ আমাদের দেখাইছে কী দিন আসলো। রাজাকার শব্দটি এখন এক ধরনের অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না।

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭৭

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭৭ জনকে। এছাড়া ডেভিল হান্ট এবং অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।

বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় একটি ভুল প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিতর্কিত প্রশ্নে বলা হয়, ২০২৪ সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন? এই প্রশ্নটি ছিল ‘বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি’ বিষয়ের অংশ। কিন্তু এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসায় শুরু হয় বিতর্ক। 

দ্রুত জাতীয় নির্বাচন চান মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আশা করছেন যে, সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্য তৈরি হবে এবং সেই অনুযায়ী দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ করে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App