জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: আন্দালিব রহমান পার্থ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পর জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, বৈঠকে বিভিন্ন বিষয়ে ছোট ছোট পরামর্শ দেয়া হয়েছে। কখন নির্বাচন হবে এবং কোন দল আগে নির্বাচন চায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না।
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে বলেন, সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে। সাধারণত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগকে অনেকে গ্রাউন্ডে মানতে চায় না, ভবিষ্যতেও মানবে না। তাই সহিংসতা এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। পাশাপাশি, কোনো সংস্কারের কারণে জাতীয় নির্বাচন যেন পিছিয়ে না যায়, সে বিষয়টি আমরা স্পষ্টভাবে জানিয়েছি।
তবে তিনি জানান, অন্য কিছু রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়াকেই ভালো মনে করছে।