১৪ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করায় যা বললেন ট্রাম্প
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
আবারো পাল্টে গেলো আইপিএল শুরুর দিনক্ষণ
আবারো বদলে গেলো আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তারিখ। প্রথমে ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। পরে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ নেয়া হয়। এবার নতুন সূচিতে একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর।
বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন মোদি: বিক্রম মিশ্রি
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানান।
বাংলাদেশে স্টারলিংক চালু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের যে আলোচনা হলো
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।
যুদ্ধ বন্ধে 'আলোচনায় রাজি' রাশিয়া-ইউক্রেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার 'দীর্ঘ ও ফলপ্রসূ' ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আলোচনা শুরুর বিষয়ে উভয়েই সম্মত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
‘অপারেশন ডেভিল হান্ট’ কীভাবে চলছে, গ্রেপ্তার হচ্ছেন কারা?
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয়, তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না।