বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকা ছিল না: ট্রাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা থাকার বিষয়টি সরাসরি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারত। প্রধানমন্ত্রী মোদি প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেট’ বলতে কেন্দ্রীয় সরকারের সদস্যদের, বিশেষ করে এফবিআই ও সিআইএর কর্মকর্তাদের গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়। এই নেটওয়ার্কে অনির্বাচিত প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে থাকে।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সেখানে (বাংলাদেশে) আমাদের `ডিপ স্টেট'-এর কোনো ভূমিকা ছিল না... এটা এমন একটা বিষয়, যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্পষ্ট করে বললে কয়েক শ বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি বিষয়টি সম্পর্কে পড়ছি। তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।’
ট্রাম্পের এই বক্তব্যের পর মোদি কথা বলতে শুরু করলেও বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে ইউক্রেনের বিষয়ে কথা বলেন।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এসেছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের যা বলার আছে... দুই নেতার আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী (মোদি) তার উদ্বেগ প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে পারব।’
উল্লেখ্য, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোয় সীমান্তবেড়া নির্মাণ ইস্যুতে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, যাতে ভারত এখনো সাড়া দেয়নি। সম্প্রতি বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি দিল্লির কিছুটা উদ্বেগের কারণ হয়েছে।