১২ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

ছবি: সংগৃহীত
আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছেন। তার সঙ্গে আছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা।
প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পাত্তাই পেলে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিসের ছবির স্কেচ স্থান পেলো জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে
২০২৪ সালের ৪ আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশার পাদানিতে পড়ে থাকা গোলাম নাফিজের ছবিটি এক শোকাবহ দৃশ্য হিসেবে দেশের মানুষকে নাড়া দিয়েছিল। দৈনিক মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক জীবন আহমেদ এই ছবি তুলে ওই রাতেই পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করেন।
জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১৪০০ জনেরও বেশি, আশঙ্কা জাতিসংঘের
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
অপারেশন ডেভিল হান্টে আরো ৫৯১ জন গ্রেপ্তার
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরো ৫৯১ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ থেকে যমুনা সেতুতে চলবে না ট্রেন
নবনির্মিত যমুনা রেলসেতুতে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে নিয়মিত চলবে ট্রেন। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল।
বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের দ্রুত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের শিগগিরই মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের স্পিকারের উদ্দেশে লেখা এক পিটিশনে এ দাবি জানানো হয়।
জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু আজ
নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে দলটির ৮ দিনের সমাবেশ কর্মসূচি শুরু হচ্ছে।