
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০১:১২ পিএম
আরো পড়ুন
১১ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

ছবি: সংগৃহীত
৩ দিনের অভিযানে সারাদেশে আটক ৪৬০৪ জন
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’এবং নিয়মিত যৌথ অভিযানে ৪ হাজার ৬০৪ জন আটক হয়েছেন। এর মধ্যে তৃতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আটক হয়েছেন ১ হাজার ৭৭৫ জন। তাদের মধ্যে ডেভিল হান্টে আটক করা হয়েছে ৬০৭ জনকে।
হাছান মাহমুদের দুর্নীতি: পরিবারের ৭০ ব্যাংক একাউন্টে ৭৫০ কোটি টাকা লেনদেন
দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ। স্ত্রী-কন্যা, পরিবারের অন্যান্য সদস্যসহ নামে-বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেখে রীতিমতো চোখ যেন কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের কর্মককর্তাদের। ব্যাংক হিসাবে তথ্যে দেখা যায়, হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ ও তাদের নামীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে ৭০টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। সেসব একাউন্টগুলো থেকে প্রায় সাড়ে ৭ শত কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের
রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেয়া হয়। আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বিষয়টি নিশ্চিত করেন।
আমি ও গোবিন্দ আলাদা থাকি: সুনীতা
বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা জানিয়েছেন, বর্তমানে তিনি এবং গোবিন্দ আলাদা থাকছেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন। যদিও এক সময় খ্যাতি হারানোর ভয়ে এই স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ।
স্ত্রীসহ কারাগারে সাবেক এমপি চয়ন
বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
এপ্রিলে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা!
আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটছে৷ সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে দুই-একটি বৈঠক হলেও তাতে পরিস্থিতির উন্নতি তেমন হয়নি৷ তলব ও পাল্টা তলব, বিবৃতি ও পাল্টা বিবৃতি চলছেই৷ তাহলে সম্পর্ক উন্নয়নের পথ কী?
'ডেভিল হান্ট' অপারেশনে আটক এমপি নিখিলের সহযোগী রিংকু
'ডেভিল হান্ট' অপারেশনে আটক করা হয়েছে সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী রিপন আহম্মেদ রিংকু। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর ২ নম্বর থেকে তাকে আটক করা হয়।
পেঁয়াজ খেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ
মানিকগঞ্জের হরিরামপুরে ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর পেঁয়াজ খেতের পাশ থেকে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।