পলকের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের স্থাবর সম্পদ জব্দ এবং ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদন অনুযায়ী, পলকের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক আল আমিন আবেদনটি দাখিল করেন।
দুদকের তথ্য অনুযায়ী, পলকের রাজউক থেকে ১০ কাঠার একটি প্লট এবং নাটোরে ১৬টি জমি ক্রোক করার আদেশ দেয়া হয়েছে। এছাড়া জুনাইদ আহ্মেদ পলক, তার ছেলে ও শাশুড়ির নামে থাকা ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেয়া হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর জুনাইদ আহ্মেদ ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, জুনাইদ আহ্মেদের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়।
এরমধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেয়া হয়। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই টাকা লেনদেন হয়েছে। গত ১৫ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ। বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহ্মেদের এ পর্যন্ত ৬৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।