উদ্ধারকৃত হাড় দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ক্রাইম সিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম
-67a9922a5f4da.jpg)
ছবি: সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে গোপন আয়নাঘরের সন্ধান মিলেছে বলে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর চাউর হয়েছে। এমন খবর ছড়ানোর পর রবিবার (৯ ফেব্রুয়ারি) সেখানে তল্লাশি চালায় পুলিশ। এর মধ্যে সেখানে মানুষের হাড়সহ একাধিক সন্দেহজনক বস্তু পাওয়ার দাবি করা হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু হাড়ই নয়, ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা, মানুষের চুল এবং অন্যান্য অবশিষ্টাংশও পাওয়া গেছে। এমন দাবির প্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি আলী মাসুদ বলেন, ক্রাইম সিন সেখানে গিয়েছিল উদ্ধার হওয়া হাড়গুলো দেখতে। সেগুলো তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আসলে হাড়গুলো কিসের।
এর আগে, বৃহস্পতিবার থেকে খবর ছড়িয়ে পড়ে শেখ মুজিবের ভাঙ্গা বাড়ির পাশে একটি ভবনের নিচে আয়নাঘরের সন্ধান মিলেছে। এখানে মানুষের হাড়গোড় এবং মাথার চুল পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সর্বশেষ ফায়ার সার্ভিসের একটি টিম এবং পুলিশ দিয়ে সেই ভবনের বেজমেন্টের নিচে থাকা পানি সরিয়ে ফেলে। এরপর সেখানে হাড় পাওয়ার দাবি করা হয়। তবে সেগুলো মানুষের কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি।