×

জাতীয়

৯ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ এএম

৯ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

স্ত্রী-সন্তানসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপরে শুনানি নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

ছাত্র-জনতার ওপর হামলা: গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে সারাদেশে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। 

প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম: শুভশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার অভিনয় জীবনে ১৮ বছর পূর্ণ করেছেন। এই বিশেষ দিনটি তিনি তার অনুরাগীদের সঙ্গে কাটালেন এবং তাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতদিনের অভিনয় জীবনে শুভশ্রী যে সাফল্য অর্জন করেছেন, তা তার জন্য গুরুত্বপূর্ণ হলেও, তিনি সর্বদা ভালো একজন মানুষ হতে চেয়েছেন।

ধানমন্ডি ৩২ নিয়ে মোদির সঙ্গে আলোচনা সভা, যা জানা গেলো

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের হায়দারাবাদ হাউজে বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে আলোচনা সভার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

সৌদিতে রোজা কবে, যা জানা গেলো

সৌদি আরবে আগামী ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যাবে।

শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ এবং অন্যান্য চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা এই অবরোধ শুরু করেন। এর আগে তারা ফার্মগেট এলাকায় জড়ো হয়ে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ৯৪.৮ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ফোনকল ও অন্যান্য বক্তব্য নিয়ে অনলাইনে ৯৪.৮ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। এরমধ্যে মাত্র ৫.২ শতাংশ প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। এই গবেষণা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে উঠে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি জনমত কতটা নেতিবাচক তা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের আয়কর নথি জব্দ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেক এবং তার ছেলে রাহাত মালেকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আমরা নিরপেক্ষ থাকতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: কনস্টেবল সুজন রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ধানমণ্ডি ৩২ নম্বরের নিচে পানি ছাড়া কিছুই মেলেনি

'আয়নাঘর' বা গোপন বন্দিশালা আছে কী-না এমন সন্দেহে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App