নির্বাচন কমিশনকে এত গালি দেয়ার কারণ জানালেন সিইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সপে দেয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসি বিটের সাংবাদিকের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।
নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে সংস্থাটির ওপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সিইসি বলেন, আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় - যদি না আমরা সবার সহযোগিতা পাই।
এ বছর মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান এবং বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান।