আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: কনস্টেবল সুজন রিমান্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এদিন প্রসিকিউশনের পক্ষে আলাদা চারটি আবেদনে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
সুলতান মাহমুদ বলেন, প্রথম শুনানিতে রাজধানীর চানখারপুলে কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশন একদিনের রিমান্ড আবেদন করে। ট্রাইব্যুনাল আগামী ১২ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।
ট্রাইব্যুনাল গত ১২ জানুয়ারি সুজনকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বলে সুলতান মাহমুদ জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে সুজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইসিটি আইনে করা একটি মামলাতেও গ্রেপ্তার দেখানো হয় তাকে।
সুলতান মাহমুদ জানান, বাকি তিনটি আবেদন ছিল রাজধানীর উত্তরা, রামপুরা ও গুলশান এলাকার কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে। ট্রাইব্যুনাল সেসব আবেদনও মঞ্জুর করেছে।