আয়নাঘরের সন্ধানে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস, এখন পর্যন্ত যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মানাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. আফনান ইসলাম লিমন বলেন, “ফায়ার সার্ভিস শুধুমাত্র পানি সরিয়ে দিতে কাজ করছে, এর বেশিকিছু আমাদের জানা নেই।"
নির্মাণাধীন ভবনটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের মধ্যেই, ফলে অনেকে বলছেন, সেটি আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভবন।
সম্প্রতি ওই ভবনের বেজমেন্টের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে 'আয়নাঘর’ আছে– এমন কথাও চাউর হয়।
সেখানে আসলে কী আছে' দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি ওঠে তখনই।
শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। শুক্রবারও ওই দিন ভবন দুটির ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায়।
কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশেই রোডের খোঁজে হাতুড়ি চালিয়েছেন, আবার কেউ ফাঁকা অংশের মাটি খুড়ে বের করে নিয়েছেন বৈদ্যুতিক তার।
বুলডোজার কর্মসূচি শুধু ঢাকায় থেমে থাকেনি। বুধবার রাত থেকে জেলায় জেলায় বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে। অনেক জেলায় দলীয় কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে।