×

জাতীয়

আমরা নিরপেক্ষ থাকতে চাই: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

আমরা নিরপেক্ষ থাকতে চাই: সিইসি

এ এম এম নাসির উদ্দিন

   

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। এসময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ; ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ এম এম নাসির উদ্দিন বলেন, সব জায়গায় মতদ্বৈধ থাকবে। ভিন্নমত মানেই বিরোধিতা নয়। এটি সহজ হিসাব, কিন্তু অনেকেই তা মেনে নিতে পারেন না। তবে আমি সমালোচনা গ্রহণ করতে রাজি। কেউ সমালোচনা করলে ধরে নেব, আমার কোথাও ঘাটতি রয়েছে, যা শুধরে নিতে হবে।

সিইসি নাসির উদ্দিন রাজনৈতিক অন্ধ সমর্থনের প্রবণতা নিয়ে বলেন, সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। বাস্তবতাকে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। কেউ কিছু বললেই অন্ধভাবে সমর্থন করা উচিত নয়।

নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার প্রসঙ্গে তিনি বলেন, ইসি নিয়ে এত বদনাম, এত সমালোচনা কেন? ১০০ বা ২০০টি কারণ বলা যেতে পারে। কিন্তু আমার মতে, এর প্রধান কারণ হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়া হয়েছে, যা সবচেয়ে বড় সমস্যা।”

তিনি আরো বলেন, যদি রাজনীতিবিদদের নির্বাচন কমিশনে প্রভাব বিস্তার বন্ধ করা না যায়, তাহলে আগের পরিস্থিতি আবারো ফিরে আসবে। এখান থেকে আমাদের বের হতে হবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এটি এককভাবে সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশের জনগণের সহায়তা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App