৮ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে জনসভা করবে বিএনপি। ১০ দিনের এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় জনসভা করা হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।
গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ: জামায়াত আমির
চব্বিশের গণহত্যাকারীদের বিচার না করা হলে জাতির সঙ্গে বেঈমানি করা হবে। এই হত্যার বিচারের আগে জনগণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দলটির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনের প্রস্তাব: সংসদের মেয়াদ ৪ বছর, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়
একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং সরকারের মেয়াদ চার বছর হবে—এমন সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে সরকার।
৪ দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় এসেছেন বলে বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল
আগামী ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আবার বর্ষার কথা বিবেচনা করে ২০২৬ সালে তা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে : উপদেষ্টা নাহিদ ইসলাম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছয় মাসে সরকারকে অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্রের মোকাবেলা, শতাধিক আন্দোলন পরিচালনা, অর্থনৈতিক সংকটের পাশাপাশি ক্রমাগত রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়াসহ বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভাঙচুরের ঘটনার পর সরকারের ওপর দ্রুত নির্বাচনের চাপ আরো বাড়বে
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের ওপর দ্রুত নির্বাচন দেয়ার জন্য চাপ বাড়তে পারে। এখন সরকার নির্বাচনকে এক নম্বর অগ্রাধিকার দিয়ে এগোবে, সেটাই চায় দেশটির অন্যতম প্রধান দল বিএনপি। এর মিত্রদলগুলোরও একই অবস্থান বলে মনে হয়েছে।