৭ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত
আবারো যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে যৌথবাহিনী অভিযান শুরু করবে। পুলিশ থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে।
নির্বাচন কবে হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা
চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ার ভাঙচুর-অগ্নিসংযোগ
ঝিনাইদহে ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলার শমসের নগর এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শত শত মানুষ।
দুই স্টেশনের নাম পরিবর্তন, ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে
যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের বিবৃতি
গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী বাড়িটি।
ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে টানা জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার করেছে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
৩২ নম্বরসহ আ. লীগ নেতাদের বাড়িতে হামলা নিয়ে যে বিবৃতি দিলো এইচআরডব্লিউ
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ন্যায্য হলেও আইন ভঙ্গ করা ন্যায্য নয়। ঢাকার ধানমন্ডি এলাকার ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই মন্তব্য এসেছে।
সেই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশ বিদেশী দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছে যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ সঠিক পথেই আছে।
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ
অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।