বিমানবন্দরে গ্রেপ্তার রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা তামান্না

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
-67a47f5b74596.jpg)
ছবি: সংগৃহীত
তামান্না জেরিন নামের সেই নারীকে নেপালে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা বলে জানিয়েছে সংস্থাটি। জানা গেছে, তার পাঠানো লোকজনকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।
সম্প্রতি ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের মাধ্যমে রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে দুই বাংলাদেশিকে যুদ্ধে অংশ নিতে হয়েছে। গত ২৬ জানুযারি ড্রোন হামলায় প্রাণ হারান তাদের একজন হুমায়ুন কবির। তিনি ও তার দুলাভাই রহমতকে মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গেল ২৮ অক্টোবর রাশিয়ায় পাঠানো হয়েছিল।
এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। যার নেপথ্যে তামান্না জেরিনের নাম পাওয়া যায়। অবশেষে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন তিনি।