বুলডোজার দিয়ে যেভাবে গুঁড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ পিএম

ছবি: সংগৃহীত
ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই সঙ্গে আবারো আগুন দিয়েছেন তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে ওই স্থানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা। লাঠিসোঁটা ও শাবল দিয়ে এ ভাঙচুর চালানো হয়।
বাড়ির ভেতর থেকে ‘নারায়ে তাকবীর’, 'জিয়ার সৈনিক এক হও লড়াই কর', ‘দিল্লি না ঢাকা, আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’– স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে আগুন দেয়া হয়। এদিন ব্যাপক ভাঙচুরের পর ভেতরে পোড়ার মতো যা কিছু আছে, তাতে ফের আগুন দেয়া হয়। এসময় নারিকেল গাছের পাতাও জ্বলে যায়।
এক বিক্ষুব্ধ ব্যক্তি বলেন, বুলডোজার দিয়ে আমরা স্বৈরাচারের চিহ্ন মুছে দিচ্ছি। কর্মসূচির কারণে ধানমণ্ডি এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে রাস্তার ওপর দুটি পুলিশ ভ্যান ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন উপস্থিতি দেখা যায়নি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এদিস রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি ৫ আগস্টের পর থেকে ভারতে আছেন। তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদের নেতৃত্বে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।
সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেইসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে এদিন সন্ধ্যায় দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।
এর আগে বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য ফেইসবুকে ‘ধানমণ্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল’ ঘোষণা করেন। এক ফটোকার্ড শেয়ার করেন তারা। তাতে বলা হয়, হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ (বুধবার) রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।