জনমত নিয়ে দলের নাম ঘোষণা করবে বৈষম্যবিরোধীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে জনগণের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা। নতুন দলের জন্য নাম ও প্রতীক প্রস্তাব করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দুই সংগঠন। প্রায় এক লাখ মানুষের মতামত সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়র সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকদের, বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প ধারণ করে ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি।
তিনি জানান, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদারসহ সর্বস্তরের এক লাখেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের বিষয়ে মতামত চাওয়া তাদের কর্মসূচির লক্ষ্য।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, অফলাইনেও অনলাইনে এক লাখ মানুষের কাছে যাবেন তারা। তিনি বলেন, মতামতের ভিত্তিতেই ছাত্রদের নতুন দলের নাম আপনারা নির্ধারণ করবেন। দলেও মার্কাটা কী হবে সেটার মতামত আপনারা দেবেন।