আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ‘ছাত্রলীগ’ কর্মী গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান।
গ্রেপ্তার মো. সজিব (২৪) ওই উপজেলার পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন সজিবসহ তিন যুবক। খবর পেয়ে পুলিশ বাজারে অভিযান চালায়। এসময় কাউকে পাওয়া যায় না। পরে সোমবার রাতে সজিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি শামছুদ্দিন মোহাম্মদ বলেন, গত বছরের ৫ অগাস্টে হামলার একটি মামলায় সজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।