চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম

সাদিকা পারভীন পপি
দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পপির মেজো বোন ফিরোজা পারভীন খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, জমি দখলের চেষ্টার অভিযোগে অভিনেত্রী পপির বিরুদ্ধে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন এসআই গোলাম মোস্তফা। তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, এটি পারিবারিক বিষয়। উভয় পক্ষকে ডেকে কথা বলা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফিরোজা পারভীন অভিযোগ করে বলেন, আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। বাবার মৃত্যুর পর থেকে পপি আমাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছে। সে আমাদের নানা রকম হয়রানি করে আসছে। পপি ছাড়া পরিবারের সবাই একসাথে আছি। তিনি আরো বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ শিববাড়ি এলাকায় আমাদের ভাড়া দেয়া বাড়ির সামনে আসে। বাধা দিলে পপি ও তার স্বামী আমাকে হত্যার হুমকি দেয়।
পপির মা মরিয়ম বেগমও মেয়ের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। তিনি বলেন, বিয়ের পর থেকে পপি তার স্বামীর প্ররোচনায় আমাদের নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে জানতে চিত্রনায়িকা পপির ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাদিকা পারভীন পপির। ২০০৩ সালে ‘কারাগার’, ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’ এবং ২০০৯ সালে ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বহুদিন ধরে অভিনয় থেকে দূরে এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সঙ্গেও তার তেমন কোনো যোগাযোগ নেই।