মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের ব্যারিকেড, ট্রেন চলাচল বন্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন। এতে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের অবরোধের কারণে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন দুটি মহাখালী পর্যন্ত গিয়ে আটকা পড়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রেলওয়ে আরো জানায়, শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা এদিন মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।
বিকেল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।
আন্দোলনকারীদের একজন মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।’
ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দাবি আদায়ে যে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন তাদের কয়েকজনকেও হুইল চেয়ারে করে রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
আজ পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ছিল।
কিন্তু বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বার বার মাইকে ডেকেও লোক পাচ্ছিলেন না তারা।