চাকরি ফিরে পেতে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্যের আবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ১,৫২২ পুলিশ সদস্য পুনর্বহালের জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে অনেকেই দুর্নীতি ও ফৌজদারি অপরাধের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই-সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং সিভিল স্টাফ ২৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনগুলো পর্যালোচনার জন্য একজন ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে ফৌজদারি অপরাধ, আর্থিক দুর্নীতি, নৈতিক স্খলনজনিত, আচরণগত ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে চাকরিচ্যুত হয়েছেন বা অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে, এমন বিষয়গুলো দেখবে গঠিত কমিটি।
চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সেজন্য পুলিশ সদর দপ্তর আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
সরকার বদলের পরপরই গেল বছরের ১৮ অগাস্ট চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বিগত ১৫ বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাদের ভাষ্য, ‘সামান্য কারণে’ বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে হাজারো পুলিশ সদস্যকে।
নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল করার দাবিও জানিয়েছেন তারা। পরে আইজিপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় আবারো পথে নামেন বিভিন্ন পদের চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দাবি পূরণ না হওয়ায় ২৯ জানুয়ারি আবারো সড়কে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং তাদের সদস্যরা।
এরপর বৃহস্পতিবার তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেও তা পারেননি। রবিবার আবারো তাদের সচিবালয়ে যাওয়ার কর্মসূচি রয়েছে।
আরো পড়ুন: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার আহ্বান