আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের তাওহীদুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

হাফেজ তাওহীদুল ইসলাম
আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেজ তাওহীদুল ইসলাম। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় আলজেরিয়ার বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এই প্রতিযোগিতায় ১২০টি দেশের হাফেজ অংশ নেন।
হাফেজ তাওহীদুল ইসলামের এই অর্জনে বাংলাদেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল হয়েছে। তাওহীদের এই সাফল্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ বিজয়ে তাওহীদের পিতা-মাতা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ পরিবার
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জমকালো সংবর্ধনা প্রদান করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘানার প্রতিযোগী আব্দুল সামাদ আদম, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের তাওহীদুল ইসলাম ও তৃতীয় হয়েছেন লিবিয়ার মাহমুদ আবু ঘারারা।
আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে এ অনুষ্ঠান ধর্ম বিষয়ক ও অনুদান মন্ত্রী ইউসেফ বেলমেহদির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যেখানে রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হাসানৌনি, সরকারি কর্মকর্তা, জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আলজেরিয়ায় স্বীকৃত কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন।