বাংলাদেশে ঋণ দেয়ার শীর্ষে রাশিয়া, জাপান ও চীন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত
চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশি ঋণ ছাড়ে শীর্ষস্থান দখল করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এসময় সংস্থাটি ১০৫ কোটি ডলার ঋণ ছাড় করেছে। ঋণ ছাড়ের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য চারটি দেশ ও সংস্থা হলো- বিশ্বব্যাংক, রাশিয়া, জাপান এবং চীন। ঋণছাড়ে দ্বিতীয় স্থানে থাকা বিশ্বব্যাংক গত ছয় মাসে দিয়েছে ৮০ কোটি ডলার।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ার ছাড় করা ঋণের পরিমাণ ৫৩ কোটি ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা জাপান ও চীন ঋণ ছাড় করেছে যথাক্রমে ৪৪ কোটি ডলার ও ২৭ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এই তথ্য জানা গেছে।
ইআরডি সূত্রে আরো জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৩৫৩ কোটি ডলার বিদেশি ঋণ এসেছে। তবে ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় বিদেশি ঋণছাড় বাড়েনি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে ৪০৬ কোটি ডলার বিদেশি ঋণ পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে এর চেয়ে ৫৩ কোটি ডলার কম ঋণ পেয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় ভিত্তিতে বাংলাদেশের ঋণ নেয়ার পরিমাণ বাড়ছে। ফলে ঋণদাতা দেশ হিসেবে শীর্ষ পাঁচে রাশিয়া ও চীনের মতো দেশ ঢুকে গেছে। রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দেশের বেশ কিছু বড় প্রকল্পে অর্থায়ন করছে চীন।
এদিকে বিদেশি ঋণ পাওয়ার পাশাপাশি পুরোনো ঋণের সুদ ও আসল বাবদ বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হয়েছে সরকারকে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারকে ঋণ পরিশোধ করতে হয়েছে ১৯৮ কোটি ডলার। তার আগের অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১৫৭ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সরকারকে ৪১ কোটি ডলার বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি সংস্থা ও দেশের কাছ থেকে ঋণসহায়তার প্রতিশ্রুতিও খুব বেশি মিলছে না এখন। গত জুলাই-ডিসেম্বরে মাত্র ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলেছে; যা আগের অর্থবছরের একই সময়ের ৪০ শতাংশের সমপরিমাণ