×

জাতীয়

সংস্কার কমিশনের তিন সুপারিশের কড়া সমালোচনায় প্রধান নির্বাচন কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

সংস্কার কমিশনের তিন সুপারিশের কড়া সমালোচনায় প্রধান নির্বাচন কমিশনার

ছবি: সংগৃহীত

   

নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের তিন সুপারিশ নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আয়োজিত ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, বিদায় নেয়ার পর ইসির বিষয়ে তদন্তভার সংসদীয় স্থায়ী কমিটির হাতে দিলে এবং সীমানা পুননির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ করার সুপারিশ বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে।

অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ নিয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতির কথাও বলেন।

গত ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দিয়েছে বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার কথা রয়েছে তাদের। ইতোমধ্যে ১৫০টি সুপারিশ সম্বলিত প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে তারা।

এর মধ্যে এক সুপারিশে বলা হয়, নির্বাচন কমিশনাররা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ এবং শপথ ভঙ্গ করলে মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করা হবে। সেই সঙ্গে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করতে হবে।

অন্য দুই সুপারিশে ভবিষ্যতে সীমানা নির্ধারণে আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন করা এবং জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠন করার কথা উল্লেখ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App