ওমানে হতে পারে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে তাদের বৈঠকের সম্ভবনা রয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক একটি সূত্র বলছে, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। এটি ৮ম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। উভয়পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ কাজ করছে।
আরো পড়ুন: মোদীকে নয় ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!
কূটনৈতিক সূত্রে আরো জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেটা আবার আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।
কূটনৈতিক সূত্র বলছে, তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে আসতে পারে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ। এ ছাড়াও ভিসা প্রসঙ্গ, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তির নবায়নসহ দুদেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পেতে পারে।