×

জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: নারী লেখক না থাকাকে ‘বিস্ময়কর’ বললেন সংস্কৃতি উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার: নারী লেখক না থাকাকে ‘বিস্ময়কর’ বললেন সংস্কৃতি উপদেষ্টা

মোস্তফা সরয়ার ফারুকী

   

চলতি বছরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় কোনো নারী লেখকের নাম না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এটিকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের সময় এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তালিকায় নারীর অনুপস্থিতিকে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন বলেও অভিহিত করেছেন অনেকে। তাদের সমালোচনায় সুর মিলিয়ে সংস্কৃতি উপদেষ্টাও মনোনয়ন প্রক্রিয়ার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় ফারুকী ফেসবুকে লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয় বা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সরাসরি ভূমিকা আছে একুশে পদকের ক্ষেত্রে। তারপরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা গ্রহণ করছি।

তিনি লিখেছেন, একজন নারী লেখককেও খুঁজে না পাওয়া বিস্ময়কর। কিছু ক্যাটাগরিতে যে প্রশ্ন উঠেছে সেগুলোও অযৌক্তিক না। সময় এসেছে, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের। একইসঙ্গে একাডেমিকে একটা বিশেষ গোষ্ঠীর মিলনমেলা না বানিয়ে কি করে ইনক্লুসিভ করা যায়, কি করে তরুণ মেধাকে এর চালিকাশক্তির অংশ করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।

নাট্য গবেষক সৈয়দ জামিল আহমেদ, প্রাবন্ধিক সলিমুল্লাহ খানসহ দশজন এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দশটি ক্যাটাগরিতে ২০২৪ সালের পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীবকে এ পুরস্কার দেয়া হচ্ছে। এছাড়া গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান ও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এই পুরস্কার পেতে যাচ্ছেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন। এ পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে বাংলা একাডেমির ওয়েবসাইটে বলা আছে, বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App