হাজি সেলিম কাঠগড়ায় চিৎকার করলেন কেন? যা বললেন আইনজীবী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমকে সোমবার (২০ জানুয়ারি) আদালতে তোলা হয়। তাকে আসামির কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করতে থাকেন। একপর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন।
তিনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আমার মক্কেল কোনো কথা বলতে পারেন না। তিনি অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।’
আইনজীবী প্রাণনাথ রায় আদালতকে আরো বলেন, কাশিমপুর কারাগারে যাওয়ার পর তার মক্কেলকে কোনো প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না। কারা কর্তৃপক্ষ হাজি সেলিমের কোনো কথা বুঝছে না। তিনি সেখানে বেশ সমস্যায় রয়েছেন। আদালত যদি প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার নির্দেশ দেন, তাহলে তার মক্কেল অনেক উপকার পাবেন।
হাজি সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে হাজি সেলিমের জামিন আবেদন নাকচ করেন। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।