×

জাতীয়

অধিকার আদায়ে ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

অধিকার আদায়ে ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বক্তব্য দিচ্ছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভোরের কাগজ

   

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকার ভারতকে কিছুটা ছাড় দিতো। তবে বর্তমান সরকার অধিকার আদায়ে কোনো ছাড় দিচ্ছে না। এ কারণেই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠকে এ সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিলো না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না। এজন্যই এতো আলোচনা হচ্ছে। যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, সীমান্ত সবসময় সুরক্ষিত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না।

তিনি আরো বলেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। সেটির ব্যপারে বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। এছাড়া ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে। তাই ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি। 

সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। এবং শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।

দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে। আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App