×

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে টিউলিপের রাশিয়া সফর নিয়ে প্রশ্ন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

শেখ হাসিনার সঙ্গে টিউলিপের রাশিয়া সফর নিয়ে প্রশ্ন!

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক

   

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ছিল অবধারিত। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপি (পার্লামেন্ট সদস্য) পদ থেকেও পদত্যাগ করতে হবে এবং এমনকি লেবার পার্টির সদস্যপদও হারানোর আশঙ্কা রয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) ‘প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সেমিনার এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, টিউলিপ সিদ্দিক আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য এবং তিনি বাংলাদেশের নাগরিকও নন, বরং একজন কমন সিটিজেনও নন। তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ সিদ্দিক কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালার সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন?

প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরো বেশি আন্তরিক হতে হবে। এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কিনা সেটি বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাদের সঠিকভাবে লালন-পালন করা প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের চারদিকে যে চাকচিক্য দেখা যাচ্ছে তা অভিবাসীদের কারণেই সম্ভব হচ্ছে। রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও অধ্যাপক কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। অনুষ্ঠানটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App