পরিত্যক্ত অবস্থায় ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলী এলাকা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১২ জানুয়ারি) কদমতলী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করে। সোমবার (১৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ডিসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার কুদরত আলী বাজারের পাশের খালি জায়গা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজগুলোর গায়ে ম্যাগটেক রায়োট কন্ট্রোল লেখা ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ