×

জাতীয়

১২ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম

১২ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা নারী আইনজীবীর

ঢাকা আইনজীবী সমিতির সদস্য নুপুর আক্তার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ৯৩ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। রবিবার (১২ জানুয়ারি) মামলাটি ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে দায়ের করা হয়।

তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৬ ট্রাক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রবিবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম।

সাদিক অ্যাগ্রোর মালিকের ২৭ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনের ব্যাংক হিসাব জব্দ করেছেন আদালত। গত বুধবার (১ জানুয়ারি) এ বিষয়ে শুনানি শেষে আদালত ইমরান হোসেন এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী ইমরানের স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সাকিবকে দলে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

বোলিং অ্যাকশন নিষিদ্ধ হলেও ‘ব্যাটার’ হিসেবে খেলার সুযোগ থাকছে সাকিব আল হাসানের। তবে শুধু ‘ব্যাটার’ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের সাম্প্রতিক ব্যাটিং বিবেচনায় নিয়ে অন্যদের ওপরই বেশি আস্থা রেখেছেন নির্বাচকরা। মূলত টিম কম্বিনেশনেই জায়গা হয়নি তার।

যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অনভিষিক্ত ইমন

ওয়ানডে ক্রিকেটে এখনো অভিষেকের অপেক্ষায় পারভেজ হোসেন ইমন। তিনিই কি না, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন। লাল-সবুজের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ নির্বাচকরা। ২২ বছর বয়সী এই ওপেনারকে আইসিসি ইভেন্টের দলে নিয়ে চমকই দেখানো হয়েছে। স্কোয়াড ঘোষণার পর ইমনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

রাজউকের প্লট জালিয়াতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। যাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক এমপি হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৫৮ কোটি টাকা ক্রোকের নির্দেশ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১৬টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে প্রায় ৫৭ কোটি টাকা এবং যৌথ মালিকানাধীন ৪ কোম্পানির ১ কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কি আনুশকা?

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তার সম্পর্ক ও বিয়ে নিয়ে একাধিকবার জল্পনা-কল্পনা হয়েছে। বিশেষ করে ‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরো তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি।

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর। খবর: বিবিসির।

বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কেরানীগঞ্জে, গেজেট প্রকাশ

বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ চলবে ঢাকা জেলার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে। রবিবার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। 

টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে পড়েছেন। দেশটির বিরোধী দল তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ দাবি করেছে। এরই মধ্যে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক নিয়ে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App