তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বর্তমানে আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার (১২ মে) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।