২৪ দফার ইশতেহার নিয়ে প্রকাশ্যে আসছে তরুণদের রাজনৈতিক দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার নিয়ে আত্মপ্রকাশ করবে।
সেই ইশতেহারে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে তরুণরা কীভাবে দেশকে গড়ে তুলতে চায়, সেসব বিষয়ে আলোকপাত করা হবে। আর জাতীয় ঐক্যই দলটির মূল আদর্শ হবে। তবে নতুন দলের আত্মপ্রকাশে ভূমিকা পালন করলেও জাতীয় নাগরিক কমিটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই থেকে যাবে।
নতুন দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হয়ে ওঠেন, সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা দলটির গঠনতন্ত্রে থাকবে। এছাড়া দলের প্রধান দেশের সরকার প্রধানসহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না।
অন্যদিকে, কারো পারিবারিক পরিচয়ে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে নেতাকর্মীরা কেন্দ্রে উঠে আসতে পারেন, সেটিও গঠনতন্ত্রে প্রাধান্য পাবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমীন জানিয়েছেন, নতুন দল গঠনের লক্ষ্যে সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি করেছে তারা।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক বিস্তৃতি শুরু করে নাগরিক কমিটি। ১২ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ সদস্যের এবং মধুপুর উপজেলায় ৫৫ সদস্যের কমিটি করে ঢাকার বাইরে কার্যক্রম শুরু করে সংগঠনটি।
শারমীন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধান পুনর্লিখন না হলে নতুন সংবিধানের কথা দলের মেনিফেস্টোতে থাকবে। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠনের কথা উল্লেখ করা হবে। ধর্ম-বর্ণের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয়, সেই অঙ্গীকার থাকবে।
আগামী ফেব্রুয়ারিতেই দলের আত্মপ্রকাশের লক্ষ্য স্থির করা হয়েছে। এ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে নতুন দলের ঘোষণা আসতে পারে। দলে এক ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বদলে বহু ব্যক্তির নেতৃত্বকে প্রমোট করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন, এমন তরুণরাই দলের নেতৃত্বে থাকবেন।
নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ২৪ দফা মেনিফেস্টো নিয়ে প্রকাশ্যে আসবে তরুণদের রাজনৈতিক দল। এর মধ্যে থাকবে জনমানুষের আকাঙ্ক্ষার কথা, তরুণদের উদ্যোক্তা হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতা দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়।