×

জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান, ৫০ গাড়ির বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান, ৫০ গাড়ির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

   

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স না থাকা এবং বেপরোয়া গতিতে চলার অভিযোগে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় চারটি বাস ও একটি মোটরসাইকেল কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকার কারণে জব্দ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ম মেনে যানবাহন চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত থেকে আজ শনিবার ভোর ৫টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ২৯ কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সিগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র‍্যাব-১০–এর একটি টহল দল অংশ নেয়। এ ছাড়া প্রসিকিউশন করার জন্য পুলিশের আরো চারটি দল আলাদাভাবে কাজ করে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। অভিযান সম্পর্কে তিনি জানান, ঘন কুয়াশা, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের বেপরোয়া গতি মাসখানেক ধরে বেশ কিছু দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে মাইকিং করে চালকদের সচেতন করা হয়। পরে ধলেশ্বরী টোল প্লাজাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। সড়ক আইন অমান্য করার দায়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ মোট ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া চারটি বাস এবং একটি মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়। জব্দ করা বাসগুলোর যাত্রীদের বিকল্প যানবাহনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ। অভিযানে মামলা হওয়া যানবাহনের মধ্যে বাসের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App