×

জাতীয়

আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

নাহিদ ইসলাম-আসিফ মাহতাব

   

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে। তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন বলে ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, আসিফ মাহতাবকে উপদেষ্টা করার বিষয়টি ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কোনো মন্তব্য করেননি। বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক আইডি পর্যালোচনা করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসেও আসিফ মাহতাবকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এছাড়াও পরবর্তীতে নভেম্বর মাসে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হলে সেসময় তাকে সড়িয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য প্রচার করা হয়। যার প্রেক্ষিতে সেসময় আসিফ মাহতাব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উপদেষ্টা নাহিদ ইসলামকে জড়িয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবিটি প্রচার করা হচ্ছে। সুতরাং, উপদেষ্টা নাহিদ ইসলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App