×

জাতীয়

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

সৈয়দা রিজওয়ানা হাসান

   

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এগুলো হলো: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। এসময় সাধারণ কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। ৭ নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে।’ তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় ছিল, কারণ এখানে আমরাই অফিস করি। কিন্তু যেভাবে তদন্ত হয়েছে তাতে ভরসা না করার কারণ নাই।’

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত। আগামী ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

সংস্কারের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছে। তবে কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন। কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ। 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App