‘সংখ্যালঘুদের ওপর কোনো হামলাই ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

ড. আ ফ ম খালিদ হোসেন
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময সভায় তিনি এসব কথা বলেন।
বহির্বিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জানিয়ে তিনি বলেন, বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে। ৫ই অগাস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে।
এসময় তিনি ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য যথাযত বেতন কাঠামো তৈরি এবং দুইটি উৎসব বোনাস প্রদানে কাজ করার কথা জানান। এছাড়া মসজিদের ব্যাপারে নীতিমালা করার কথাও জানান তিনি।