বাংলাদেশ-ভারতের ‘যুদ্ধের’ দৃশ্য নিয়ে যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। এরপর থেকে ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদের ঘটনা ঘটেছে, যা নিয়ে উভয় দেশের রাজনৈতিক মাঠ সরগরম।
এরই প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের যুদ্ধের দৃশ্য নিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি “এই মাত্র ভারত আর বাংলাদেশের যুদ্ধ| জয় শ্রীরাম| শুরু হয়ে গেছে সময় টিভি লাইভ” শীর্ষক দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির দাবি অনুযায়ী এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার যুদ্ধের দৃশ্য, যা সময় টিভি সরাসরি সম্প্রচার করেছে। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ১ লাখ ৭০ হাজারবার দেখা হয়েছে এবং প্রায় ৯ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে লাইক দেয়া হয়েছে।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া। রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোনো যুদ্ধের দৃশ্যের নয় বরং, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মহড়ার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে “মহড়ায় সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা দেখাল বিমান বাহিনী” শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ৩০ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির প্রথম দিককার দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের হুবহু সাদৃশ্য রয়েছে। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বিমান বাহিনীর মহড়ার দৃশ্যের।
তাছাড়া, আলোচিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সময় টিভির লোগো দেখতে পাওয়া যায়, যা থেকে বুঝা যায় যে প্রচারিত ভিডিওটির দৃশ্যটি সময় টিভি কর্তৃক প্রকাশিত উক্ত ঘটনার ভিডিওটি থেকে নেয়া হয়েছে। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ শুরু হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার দৃশ্যকে ভারত ও বাংলাদেশের মধ্যকার যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
আরো পড়ুন: